চলো বৃষ্টিতে ভিজি
-
:ভ্রু কুঁচকে তাকায়ে আছো কেন? কি হয়েছে?
-
:তুমি, এই সময়, এইখানে?!
-
:আজব! থাকতে পারি না?
-
:না, মানে, হঠাৎ দেখে অবাক হয়েছি।
-
:অবাক হওয়ার কিছু নাই। একটা কাজে এসেছিলাম এদিকে…
-
:এ’খানে এসে দাঁড়ালে কেন? ভিজে যাচ্ছো তো…
-
:তুমিও তো ভিজছো। আমি তো রিকশা নিয়ে চলে যাচ্ছিলাম বাসায়। তোমাকে দেখে রিকশা ছেড়ে দিলাম। এই বৃষ্টির মধ্যে এমনে দাঁড়ায়ে আছো কেন?
-
:হাহা… বৃষ্টিতে ভেজা তো পুরানো অভ্যাস, উমম… বদঅভ্যাস মনে হয়।
-
:পাগল নাকি! অকারণে কেউ এমনে ভেজে?
-
:হাহা, মনে হয় ভেজে। যাই হোক, বাসায় যাচ্ছিলে, চলে যাও। আমাকে দেখে থামার কোন মানে হয় না।
-
:…
-
:কি হলো? দাঁড়িয়েই আছো যে?
-
:নাহ, কিছু না। এখন যাবো না। আমিও ভিজবো।
-
:আরে, আজব তো! বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে?
-
:থাকলে আছে, না থাকলে নাই। তোমার এতো ভাবতে হবে না।
-
:হায়রে… অসুস্থ হয়ে যাবা তো।
-
:তোমারে এতো ভাবতে বলেছে কে? অসুস্থ হলে হবো। এমনিতেই ভিজে গেছি। আরেকটু ভিজলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না…
-
:হুম…
-
:কি হলো? হাসছো যে?
-
:কই না তো…
-
:কি আশ্চর্য, তুমি তো এখনো হাসছো! আর বলছো, হাসছো না!
-
:এমনিই… এভাবে আর দাঁড়িয়জে থাকতে ইচ্ছে করছে না। হাঁটা দিবো এখন। তুমি আসবা নাকি চলে যাবা?
-
:উমম… আসা যায় মনে হয়…
-
:হুম… হাঁটছো, কিন্তু কোথায় যাবো জিজ্ঞেস করলা না যে?
-
:কোথায় যাবা?
-
:হাহা… জানি না।
-
:এই জন্যেই জিজ্ঞেস করি নাই।
-
:কি?! তুমি জানতা নাকি যে আমি জানি না বলবো?!
-
:জানি না…
-
:হাসি থামিয়ে দিলে কেন? হাসছিলে ভালো লাগছিলো তো…
-
:তুমি এমনে তাকায়ে আছো আর আমি হেসেই যাবো?! এমনে তাকায়ে ছিলা কেন?
-
:কেন আবার, হাসি দেখছিলাম।
-
:হাসি আবার দেখার কিছু হলো?
-
:হলো, আবার হলো না…
-
:মানে?
-
:মানে কিছুই না।
-
:আশ্চর্য!
-
:হাহাহা… আচ্ছা, ঐ কথাটা কি শুনেছো?
-
:হু! কোন কথা?
-
:পাশাপাশি সাত পা হাঁটলে বন্ধুত্ব হয়, এটা?
-
:শুনেছিলাম মনে হয়।
-
:হুম, আমরা ক’পা হাঁটলাম?
-
:হাহাহা, গুনি নাই তো… তুমি কি গুনেছো নাকি?!
-
:হুম, এতক্ষণ গুনছিলাম, এখন খেই হারিয়ে ফেলেছি।
-
:কয় পা পর্যন্ত গুনেছো?
-
:বলতে ইচ্ছা করছে না। তবে, সাত পা থেকে নিশ্চয় অনেক বেশি।
-
:ওরে… তাহলে আমরা কি হলাম? বন্ধু?
-
:সাত পা থেকে অনেক বেশি হয়েছে কিন্তু…
-
:তাহলে কি? বন্ধু থেকেও বেশি কিছু নাকি? হাহাহা…
-
:সম্ভবত কিছুই না…
-
:হুম… না হওয়াটাই হয়তো ভালো…
-
:…
-
:…
-
:কি হলো? চশমা খুলে ফেললে যে?
-
:বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে। তাই…
-
:হুম…
-
:কি হলো, কি দেখছো তাকিয়ে?!
-
:কিছু না…
-
:কিছু না দেখে কিভাবে?
-
:মুখের ওপর থেকে ভেজা চুল সরানো দেখছিলাম।
-
:…
-
:হাসিটা সুন্দর…
-
:মানে?!
-
:তোমার হাসি, সুন্দর…
-
:হাহাহা… ফাইজলামি করতেছো?
-
:…
-
:কই উত্তর দিলা না যে?
-
:ফাজলামি করবো কেন?
-
:ওরে… তাই নাকি! তা, আর কি কি সুন্দর?
-
:…
-
:এভাবে তাকিয়ে আছো কেন?
-
:আর ইউ মেকিং ফান অফ মি?!
-
:আরেহ্ না, সেই সাহস কি আমার আছে নাকি?
-
:ভালো, আমারে নিয়ে মজা করতে থাকো। হায়রে…
-
:হা হা হা…
-
:আর কতক্ষণ এভাবে ভিজবা? অসুখ করবে তো… বাসায় চলে যাও…
-
:আমার ইচ্ছা… যতক্ষণ খুশি ভিজবো, অসুখ করলে করবে… তোমার না ভাবলেও চলবে।
-
:ও…
-
:কি ব্যাপার? একটু পরপর এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকছো কেন? কি দেখ?
-
:নাহ, এমনিই… কিছু না…
-
:আজব তো! তাকিয়ে ছিলে আবার বলছো কিছু না!
-
:ইউ হ্যাভ দ্যা মোস্ট বি…….
-
:কি হলো? থেমে গেলে কেন?
-
:…
-
:আই হ্যাভ দ্যা মোস্ট… কি?
-
:কিছু না…
-
:আশ্চর্য! কি বলছিলে বলবা তুমি?!
-
:…
-
:বলবা তুমি?!!
-
:…
-
:আমি গেলাম তাইলে…
-
:…
-
:লাস্টবার বলছি, তুমি বলবা নাকি আমি চলে যাবো?
-
:…
-
:…
-
:…
-
:ঐ থামো। হেঁটেই চলেছে!
-
:…
-
:আজব ছেলে!!!
-
:তুমি না বললা চলে যাবা? গেলা না কেন?
-
:আমার ইচ্ছা, তাই যাই নাই… তোমার কি? ঐ! হাসো কেন?
-
:হাসি পেয়েছে তাই হাসি… তোমার কি?
-
:হাসি পেয়েছে তাই হাসি! আজব! হাসি পাইলো কেন?
-
:জানি না।
-
:জানে কে?
-
:জানি না… আরেহ্! পড়ে যাচ্ছিলে তো। খেয়াল করে হাঁটবা না?!
-
:হোঁচট খেয়েছিলাম…
-
:হুম…
-
:হাত কি ধরেই থাকবা নাকি?!
-
:ওহ! সরি… খেয়াল ছিল না।
-
:…
-
:পায়ে ব্যাথা পেয়েছ নাকি? হাঁটতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে…
-
:হুম, তা তো একটু পেয়েছিই।
-
:বসবা?
-
:এই মাঝরাস্তায় বসবো কই?!
-
:ফুটপাতে… হাহা…
-
:ফুটপাত!! আমি কি ফকির নাকি?! আজব…
-
:আরে, এই বৃষ্টির মধ্যে আশেপাশে কেউ নেই। বসলেও কেউ দেখবে না…
-
:…
-
:ভ্রু উঁচু করে তাকিয়ে আছো কেন? আমি বসলাম। তোমার ইচ্ছা হলে বসো, নাইলে নাই…
-
:এইরকম উদ্ভট কাজ আগে করছি বলে মনে পড়ে না।
-
:আজকে করে ফেললে। সমস্যা কই…
-
:হুম, সমস্যা নাই…
-
:আসলেই নেই…
-
:…
-
:…
-
:আচ্ছা, এগুলো কি বাস্তবেই হচ্ছে? নাকি কল্পনা?
-
:জানি না… বাস্তব আর কল্পনা আপেক্ষিক ব্যাপার…
-
:মানে?!!
-
:মানে বুঝাতে ইচ্ছে করছে না এখন…
-
:আমার কাছে কল্পনার মতোই মনে হচ্ছে।
-
:হাহা… কল্পনা হলে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন তোমাকে ধরতে পারতাম না। কল্পনায় ছোঁয়া যায় না। সম্ভবত…
-
:তারপরেও…
-
:হা হা হা…
-
:তোমার হাতটা ধরি?
-
:কি?!
-
:আরেকবার ছুঁয়ে দেখতাম আসলেই কল্পনা নাকি বাস্তব…
( মার্চ ১৬, ২০১৩ )