কন্টেন্টে যাও

চলো ডুবে মরি

চলো ডুবে মরি এবার ঢেউ ওঠা সায়রে,
গোধূলীর জং ধরা রং মেশা জল;
চলো না ডুবে মরি এবার, ডুবে মরি
চলটা ধরে খসে পড়া আকাশ গোলা,
ঢেউ ওঠা বড্ড একা সায়রে।

চলো ঢেউয়ের ডগা আঁকড়ে ধরে ভেসে যাই,
ফেনা ওঠা বুকের মাঝে জাপটে ধরা
আকাশ-মেঘে আছড়ে পড়ি;
চলো ডুবে মরি সায়র বুকে, চলো না
এবার ডুবে মরি একসাথে, মিশে যাই।

( ডিসেম্বর ৩০, ২০১৪ )