একটুখানি সময়, দিবি?
বলছি না এখুনি হবে আসতে
বলছি তো না হবেই ভালোবাসতে
তোর যদি ইচ্ছে করে আসবি
তুই তো তোর ইচ্ছে মতোই হাসবি
আনন্দে তো আর যাবো না বসাতে ভাগ
শুধু বলি, করিস না তুই একটুকুও রাগ
বসে থাকি নিজের ছোট্ট ঘরটার এক কোণে
আকাশ থেকে হঠাৎ করে আসিস যদি নেমে
আমায় ছাড়া রবে না তোর কিছুই জানি থেমে
দেখবো তোকে দূরে থেকেই, নিয়ে সবই মেনে
গোটা দু'চার বর্ষা যাক না আরো পেরিয়ে
তারপর কি ইচ্ছে হবে আসতে বাঁধা এড়িয়ে?
রাখবো না বেশি'খন, দিচ্ছি কথা, আটকে
হাঁটবো শুধু একপা দু'পা ধরে তোর ঐ হাতকে
বলছি না হবে এখুনি আসতে
বলছি না হবেই ভালোবাসতে
তোর ইচ্ছে হলে আসবি
ইচ্ছে যদি হয় তো ভালোবাসবি
চাইছি তোর একটুখানি সময়, আমায় দিবি?
একটুখানি সময় দিতে আর কতদিন নিবি?
( মার্চ ৩, ২০১৩ )