হাঁটছি আমি, বইছে বাতাস...
বইছে বাতাস ঘাসকে ছুঁয়ে,
বসে আছি ঘাস ঢাকা
সেই মাঠের পাশে,
হাতটা রেখে সবুজ ঘাসে,
খুঁজছি কিছু, চোখটা তুলে
আকাশ পাণে, আসবে নাকি?
পুকুর পাড়ে আমি বসে,
আমার পাশের ঢিলটা তুলে
ফেলি ছুঁড়ে, তাকিয়ে থাকি,
ভাসবে নাকি! কিসের আশায়?
টুপ করে যে ডুববে সেটা
অথই জলে।
হাঁটতে গিয়ে থমকে দাঁড়াই,
একটু তাকাই পিছের পথে,
আসছো নাকি?
মুখটা ঘুরাই, পথটা ফাঁকা,
আবার চলি, আসছে না কেউ,
হাঁটতে হবে আমায় একা।
আবার তাকাই আকাশ পাণে,
আসবে নাকি! আসবে বোধহয়,
কাঁদবে এবার, কেঁদে হবে
হালকা যে সে, এবার আমায়
একটুখানি দেখুক ছুঁয়ে,
দুঃখ কোথায়।
বইছে বাতাস কান্না ছুঁয়ে,
ধাক্কা দিয়ে ঠেলছে আমায়,
আমিই কেন?
পিছন থেকে ডাকছে কে সে,
এখন আবার? ও মা!
এসেছো তুমি! কি সৌভাগ্য আমার!
( মার্চ ২৩, ২০১৩ )