খুব সাধারণ কেউই হবো
আমি খুব সাধারণ কেউই হবো;
মাথার উপর তেজী রোদ নিয়ে দাঁড়িয়ে,
নির্বিবাদে, ঘোলাটে সবুজ রঙের দু'গ্লাস
ব্যাকটেরিয়া ভর্তি আখের রস ঢকঢক করে
গলায় ঢেলে দিতে কই আমার তো বাঁধে না।
আমি খুব সাধারণ কেউই হবো;
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে, রাস্তার পাশে,
নির্বিকারে, ধুলো-ধূসরিত ফুটপাতের
ধারে দু'বার হয়তো ফুঁ দিয়ে ধুলো ঝাড়ার
ব্যর্থ চেষ্টা করে ঠিকই তো আমি বসে পড়ি।
আমি খুব সাধারণ কেউই হবো;
নিজেকে নিয়েই ভয়ে থাকি, তোমাকে
নিয়ে ভাবার সাহস আর কই বা হলো;
আমি খুব সাদামাটা, নিজের মনে আটকে
থাকা কোন সাধারণ মানুষই হয়তো হবো।
( এপ্রিল ২৬, ২০১৪ )