কন্টেন্টে যাও

স্পর্শাতীত...

দেখা হয়েছিলো শীতের সকালে কোন,
তারপর গিয়েছি ভুলে সব সেই কবে;
শান্ত শীতল বাতাসে ভেসে গেছে স্মৃতি,
স্মৃতির নেশাময় ঘ্রাণ গেছে তবু রয়ে।

তারপর হারিয়েছে অনেকগুলো দিন,
অনেকগুলো সময়ের পাতা সব খালি।
আলো আর ছায়ার মাঝের অবচেতন
স্বপ্ন যেন একেকটা অদেখা চোরাবালি।

সময়ের সাথে সাথে নিঃশেষ হতে থেকেছি –
ভেবেছি কেনো ছিলে স্পর্শাতীত, অসামান্য।
হয়তো নয়, তবুও ঠিক যেন আলোর মতো –
মুঠোর বাইরে সবসময়; আমি কতই সামান্য!

( জানুয়ারি ১৪, ২০১৪ )