কন্টেন্টে যাও

তাহার আলো

যখন নামিবে আঁধার
থাকিবে না তাহার
কোন আর বাঁধা
দেখাইতে তাহার মুখ
অবাক বিস্ময়ে দেখিবে সবাই
নিয়ে অদ্ভুত সুখ
ভাসিবে তাহার আলোয়
কিছু কিছু আজব লোক
ভাসিতে ভাসিতে করিবে আলোয় স্নান
দেখিয়া বাকিরা কি বলিলো
তাহাতে তাদের আনন্দ হইবে না ম্লান
মহাশূন্যে থাকিয়া সে
ভাসাইবে সবাইকে আলোয়
দেখিবে সবাই তাহার একপাশ
আলো আর আলো
দেখিবে না কেউ
আরেকপাশে তাহার
অন্ধকার আর কালো
নিজের দুঃখেরে লুকাইয়া রাখিয়া
দাও সবাইকে আনন্দের স্পর্শ
দেখুক সবাই আনন্দ তোমার
নাই বা দেখিলো কষ্ট পাহাড়ের শীর্ষ

( জুন ৯, ২০১২ )