কন্টেন্টে যাও

আকাশ কিংবা ভ্রান্তি

আমি আশা করতে পারি, অনেকদিন পর হয়তো,
গোধূলী বেলার আকাশটা একপাশে রক্তিম হবে।
অন্যপাশের কথা কে জানে, হয়তো শুভ্র বা নীল;
কিংবা কে জানে, মেঘে ঢেকে ধূসর কি ঘোলাটে।
ভ্রান্তির আকাশের খেয়ালের কথা কে বা জানে,
মেঘ ছোঁয়া যায়, কিন্তু আকাশ, সেটা অস্তিত্বহীন।
অস্তিত্বহীনতার কি বিশালতা! তুচ্ছ সেখানে সব
অস্তিত্ব; তুমি কি তুমিহীনতার মতো বিশাল হবে?

( মে ২৬, ২০১৪ )