কন্টেন্টে যাও

বেলোয়ারি

বালিগুলো সরে যায়,
খালি পায়' হাঁটি তাই।
বালিগুলো যে বেজায়
লজ্জায় মন চুরি
লুকোচুরি খেলে তাই।

বেলোয়ারি ভাবনা
কেন যেন ভেঙেচুরে;
বেলোয়ারি আয়না'
আমি-তুমি, যেন ঠিক
দু'পাশেতে, তাই না?

এলোমেলো বালি সব
ভেসে যায় বাতাসে।
এলোমেলো গল্প, সল্প;
বেলোয়ারি যেন ঠিকই
মিশে যায় হুতাশে।

ঐখানে কে হাসে?

( মে ১৯, ২০১৪ )