কন্টেন্টে যাও

বেওয়ারিশ এই আমি

আমার মাঝে নিঝুম রাতে অস্থিরতা
ভাবনাগুলো সবই নিঠুর বাস্তবতা
আবছা চেতনা অদেখা যত স্বপ্ন
মধ্যরাতের তৃষ্ণা ভয় একাকীত্ব
বাথরুমের আয়না লাল ক্রেয়ন
ঘোলা কাচে আকাবাকা দাগ স্পর্শ
নিয়ন বাতি বারান্দাতে এসে দেখা
জ্বলছে নিস্তব্ধ রাস্তায় বিবর্ণ সভ্যতা
অন্ধ অগন্তুকের হেঁটে যাওয়া একা
রাতদুপুরে ঠকঠকিয়ে ভৌতিক ছায়া
মনের গহীন কূপে লুকিয়ে থাকা
অপ্রতিরোধ্য অনুভূতির জাগরণ
অন্য ভুবনে জন্মানো বেওয়ারিশ ভয়
তোমাকে ধরতে যাওয়া জড়িয়ে
আঁতকে ওঠা কেউ তো নেই পাশে
কোথায় তুমি অসহ্য একেকটা দিন
শেষ বিকেল সেই বেয়াড়া গাড়ি
বিস্ফোরিত দৃষ্টি সীমাহীন আতংক
শুধুই অসহায় দাঁড়িয়ে থাকা আমার
মূহুর্তে সব শেষ নিথর দেহ
জানতেও পারলে না সিক্ত তুমি
নিজের রুধির আর আমার অশ্রু
ভালোবাসা ক্রোধান্বিত চিৎকার
অবাধ্য তুমি কেন চলে গেলে
আরো কিছুদিন থাকলে হতো কি
অঝোর ধারায় বৃষ্টি নেমেছিলো
ধুয়ে নিতে লাল যত নিষ্প্রাণ
যেন সদ্যস্নাত রূপসী তুমি ঘুমন্ত
তাই যখন অঝোর ধারায় বৃষ্টি নামে
সেই তোমাকেই পড়ে মনে
আমার মনের গহীন কোণে
আর আমার কষ্টভরা প্রাণে
প্রতিটা নিঝুম মধ্যরাতে অপেক্ষা
আসবো আমি তোমার কাছে কবে
বেওয়ারিশ এই আমি আসবো
শেষ প্রহরে কোন একদিন

( এপ্রিল ২৯, ২০১৩ )