কন্টেন্টে যাও

এত্তো গুলো পঁচা তুমি!!!!!

এত্তো গুলো পঁচা মেঘ,
পঁচা মেঘের দল,
ইচ্ছে হলেই ভিজতে কেনো
শুকোয় তাদের জল?

মেঘের সাথে বৃষ্টি পঁচা,
পঁচা আষাঢ় মাস,
হঠাৎ করেই মন ভিজে যায়,
কী যে সর্বনাশ!

এত্তো গুলো পঁচা কেনো
আকাশ নীলিমা?
ধরতে গেলেই যায় যে সরে,
ছোঁয়াটা হয় না।

পঁচা আকাশ, এত্তো গুলো
পঁচা রাতের তারা,
এমনি করেই যায় যে নিভে
খসে পড়ে যারা।

এত্তো গুলো পঁচা আমি
তোমাকেই চাই কেনো,
খসে পড়া তারা দেখে,
তুমি কি তা জানো?

এত্তো গুলো পঁচা তুমি,
এত্তো গুলো পঁচা!
এত্তো গুলো পঁচা আমার
তোমায় ছাড়া বাঁচা।

এত্তো গুলো পঁচা হয়েও
ভাবি তোমায় আমি,
তোমায় নিয়ে কবিতা লিখি,
তুমি এতোই দামি।

এত্তো গুলো পঁচা তোমার
কোমল এলোকেশ,
তোমার পঁচা চোখের মায়ায়
ডুবতে লাগে বেশ।

পঁচা তুমি, পঁচা তোমার
বিষাদমাখা হাসি,
তাইতো এই পঁচা আমি
তোমায় ভালোবাসি।

( মে ২, ২০১৩ )