কন্টেন্টে যাও

বোকার মতো

বোকার মতো আড়াল থেকে
অবাক হয়ে তাকিয়ে রওয়া,
তোমার হাসির জলতরঙ্গে
কল্পনাতে ভেসে যাওয়া।

তোমায় নিয়ে কবিতাতে
বহুদূরে হেঁটে গিয়ে,
স্বপ্ন ভেঙে আবার আমার
একা একার কষ্ট পাওয়া।

শীতল হাওয়া গায়ে মেখে,
উদাস হয়ে বারান্দাতে
বসে থেকে ভাবি আমার
হচ্ছে কি খুব বেশি চাওয়া।

চোখটি বুজে দেখতে পারো,
ঘাসফুল আর কাশের বনে
হাঁটছি মোরা ছুঁইছে মোদের
পাগল করা মাতাল হাওয়া।

সন্ধ্যাবেলার লালচে আভায়
গোধূলীকে ছোঁয়ার নেশায়,
এই যে আমার বোকার মতো
জীবন স্রোতে নৌকা বাওয়া।

( মার্চ ২৮, ২০১৩ )