কন্টেন্টে যাও

শুধুই আমি

আজ যেদিকে তাকাই, দেখি – শুধুই আমি।

পথে জমে থাকা ধুলোর স্তরে দেখি আমাকে,
পথিক পাড়িয়ে চলে যায়, খেয়ালও করে না;
রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল, সেও আমিই,
দুঃখী টোকাই এসে হয়তো বা কুড়িয়ে নিয়ে যায়।

ঝালমুড়িওয়ালার ঝালমুড়ির প্যাকেটের কাগজ আমি,
মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় যেটা।

পার্কের কোণে ছায়ায় ঢাকা ফাকা বেঞ্চটা আমি,
সবার মাঝে বেড়ে ওঠা নাম না জানা গাছটা আমি;
ঝরার নেশায় মত্ত বিবর্ণ যে শুকনো পাতা আর
আলোর নেশায় জন্ম নেয়া নতুন কুঁড়ি, সেও আমি।

আলোর পাশে উড়তে থাকা পাগল সব পোকাগুলো,
মানুষ দেখে লুকিয়ে পড়া ভীত তেলাপোকা আর
দেয়াল বেয়ে উঠতে গিয়ে পড়ে যাওয়া মাকড়শা,
সবকিছুতেই কেন যেন আমাকেই দেখতে পাই।

বিদ্রোহে মাথাচাড়া দিয়ে ওঠা তরুণের দল আর
হতাশায় কুঁকড়ে যাওয়া জীবন্মৃত মানুষগুলো আমি।

রেফ্রিজারেটর থেকে বের করে রাখা টুকরো বরফ আমি,
উপযুক্ত পরিবেশের অভাবে যে চুপচাপ গলে পড়ছে;
টেবিলের উপর অবহেলায় ফেলে রাখা ফলগুলো আমি,
পোকায় যার ভিতরটা কুঁড়ে নির্বিচারে খেয়ে ফেলেছে।

আজ যেদিকেই তাকাই, শুধু আমাকেই দেখি।

ভোরবেলার উদীয়মান রাঙা সূর্যটাতেও রয়েছি আমি,
জগতকে আলোয় ভাসিয়ে দেবার ইচ্ছায় যার উদয়;
রাতের আকাশের বিষাদমাখা চাঁদটা, সেটাও আমিই,
নিকষ কালো অন্ধকারকে যে জোৎস্নায় ভাসিয়ে দেয়।

শুধুই কি হাঁটতে হাঁটতে ক্লান্ত যে পথিক, সেই আমি?
না তো, পথ চলার নেশায় উদ্ভ্রান্ত অভিযাত্রীও আমিই;
শিকারকে দেখে চোখ চিকচিক করে ওঠা শ্বাপদ আমি,
আবিষ্কারের নেশায় উন্মাদপ্রায় বিজ্ঞানী, আমি, আমিই।

আসামী আমি, বাদী আমি, আমিই বিচারক, আমিই সব।

জগতজুড়ে রয়েছি শুধুই আমি, আমি ছাড়া সব মিথ্যা,
আমি ছাড়া অনাগত দিবস, সে তো অনর্থক কল্পনা;
আমি ছাড়া স্নিগ্ধ জোৎস্নায় ভেসে যেতে থাকা রজনী,
কি মানে সেটার, আমিই যদি সেটার মধ্যে না থাকি?

সবকিছুর কাছ থেকে আমি পালাতে পারবো, কিন্তু
প্রতিদিন যে বাতাসে প্রাণভরে শ্বাস নেই সেটার?
পারবো না; সেটা তো আর কিছু না, সেটা আমিই।
আমার কাছ থেকে পালানো বোকামি ছাড়া কিছুই না।

ঐ বিরাট পাহাড়ের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা,
বিশাল সমুদ্রের গর্জন করে তীরে আছড়ে পড়া আর
প্রবল ঝড়ের সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়া, কি সেগুলো?
সেগুলো কিছুই না, সেগুলো আমারই প্রতিচ্ছবি, আমার।

আজ যেদিকে তাকাই – শুধু আমি, আমি আর আমি,
আমার আমিকে ছাড়া আর কিছুই চোখে পড়ে না;
আমাকে নিয়ে আমার জগত, আমাকে নিয়েই বাঁচা,
সবকিছুতে শুধু আমিই আছি, হ্যাঁ, আমিই।

আজ যেদিকেই তাকাই না কেনো, দেখি – শুধুই আমি।

( মার্চ ৩০, ২০১৩ )