কন্টেন্টে যাও

ডায়েরির ভাঁজ

আলপিন বিঁধানো, শুকিয়ে যাওয়া অনুভূতি
এখনো পড়ে আছে ডায়েরির ভাঁজে,
অজান্তে, অবহেলায় কোন এক খাঁজে,
সময়ের কি নির্মম পরিহাস! কি নিদারুন আকুতি!

পথের মাঝে তোমার পায়ের চিহ্ন থাকে পড়ে,
হয়েছিলো হাঁটা লালচে আলোয়, ধুসর স্বপ্ন গড়ে।

হারিয়েছিলাম অতল তলে,
হারিয়েছিলাম অথই জলে,
ঝুম বর্ষায়, নিচ্ছিদ্র কুয়াশায়,
ধোঁয়াটে স্মৃতি, শুধুই ধোঁয়াশায়।

তিল তিল করে গড়ে তোলা স্বপ্নে,
বাসা বাঁধে ঘূণ পোকা;
মুচকি হেসে নিয়তি আমায় বলে,
ওরে তুই তো ভীষণ বোকা!

তোমার অশ্রুজলের ভাটার টানে, কে জানে,
ভেসে গেছি কোথায় আমি, আজ নিঃশব্দের আহ্বানে।

শুকিয়ে যাক,
অবহেলায়ই থাক,
ইচ্ছে হলে ভাসুক
আর না হয় হারাক।

তবুও,
বোকা আমি, বাঁকা করে একটু হাসি,
হারিয়েছো তো হয়েছে কি?
ভালো তো আমি তোমাকেই বাসি।

( মে ১২, ২০১৩ )