একা...
হেমন্তের মধ্যরাতে চাঁদটা যখন ঠিক মাথার ওপর থাকে –
শূন্য কদমগাছটায় বসে থাকা প্যাঁচারও হাহাকার লাগে;
জলের মাছগুলো ছুটে বেড়ায়, হয়ে ওঠে পাগলপ্রায়;
দূর পাহাড়ের উপর দাঁড়ায়ে একলা নেকড়ে ওঠে ডেকে
রক্ত হিম করা মায়াবী সুরে।
বনের গাছগুলো দাঁড়ায়ে থাকে ঠায়, পাতাগুলো ছুঁয়ে
চাঁদের তরল আলো নেশা মাখিয়ে চুয়ে পড়ে মাটিতে;
পথিকও এবার থামে, পথ ছেড়ে তাকায় আকাশ পানে;
ভীষণ একা সেখানে চাঁদটা, তারাগুলো বহু দূরে একা
জ্বলছে পাশে থাকার ভান করে।
( জানুয়ারি ৬, ২০১৪ )