কন্টেন্টে যাও

০০৫৭১৮০২২০১৮

দুর্ঘটনাবশত পরপর দু'বার ডিপার্টমেন্টে ফার্স্ট হইয়া গেছিলাম। আমি খুব পড়াশোনা কইরা সেটা হইছিলাম ব্যাপারটা সেরকম না। ব্যাপার হইলো বাকিরা কম পড়ছিলো 😆

তারপর সেটা কাভার দিতে দুই টার্ম পড়াশোনা যেটুকু না করলেই না, সেটুকুর বাইরে পা বাড়াই নাই। সেই দু'টার্মে ফার্স্ট না হইতে সফল হইয়াছি। কিন্তু বিধিবাম! দুর্ভাগ্যবশত ওভারঅল রেজাল্টে সেই ফার্স্টই রইয়া গেছি 😴

স্টেজের উপ্রে ডাইকা ডিপার্টমেন্টের ডীন (অথবা অন্য কেউও হইতে পারে, এইসব ব্যাপার-স্যাপার, কে কি, আমি খুব একটা জানি না… আমার জানার দৌড় ডিপার্টমেন্ট হেড পর্যন্ত… আর ডীন সম্ভবত ডিপার্টমেন্টের হয় না, বাট হু কেয়ারস 🙄 ) যখন ফার্স্ট হওয়া উপলক্ষ্যে হাতে র‍্যাপিং পেপারে মোড়ানো বস্তাপঁচা একটা বই গুঁইজা দিয়া বলে, “ফার্স্ট পজিশন ধরে রাখতে হবে কিন্তু!” তখন আমি ভদ্রতার কইরা হাসি দিমু নাকি নাক-মুখ কুঁচকায়ে ভেংচি কাটমু ভাইবা পাই না 😕

ডিপার্টমেন্টের কোর্স কো-অর্ডিনেটর বা এডভাইজার যখন রেজাল্ট প্রসঙ্গে কথাবার্তা কয়, ভালোমতো লেখাপড়া করতে কয়, রেজাল্ট ভালা থাকলে কি কি সুবিধা হইবো বলে… আমি আসলে কি বলমু ভাইবা পাই না 😏

আমার সিএসই-তে পড়ার হওয়ার ইচ্ছা ছিলো, এডমিশন টেস্টের রেজাল্ট অতো ভালো ছিলো না। এখন সিএসই-তে ভর্তি হই নাই দেখে শান্তি শান্তি লাগে। অনেকটা বড্ড-বাঁচা-বেঁচে-গেছি টাইপের শান্তি। তাই, রেজাল্ট ভালো থাকলে যে শুধু সুবিধাই হবে, কথা আসলে ঠিক না… :3 কিজন্য শান্তি লাগে সেইটা এইখানে লেখার মানে নাই… :v

আমি আমার ডিপার্টমেন্টে ভর্তি হইছিলাম স্রেফ বিষয়গুলা নিয়া ইন্টারেস্ট ছিলো তাই। রেজাল্ট নিয়া আমার মাথাব্যথা প্রায় “নাই” গোত্রের। তাই যেইটা ভালা লাগে আসলেই ভালামতো শিখি, আর যেইসব ভাল্লাগে না সেইগুলা পরীক্ষায় গোঁজামিল দেয়ার জন্য যেটুকু যথেষ্ট সেটুকু। রেজাল্ট মোটামুটি কিছু একটা থাকলেই হইলো, মারহাবা রেজাল্ট দিয়া কি চুলটা হবে, সেলুকাস? রেজাল্টের পজিশন নিয়ে আসলে এতো মাতামাতি কেন করা হয় আমার মাথায় ঢুকে না 🤔

ভার্সিটির শুরুর দিকে গণরুমে যখন থাকতাম, কি প্রসঙ্গে কোন এক (গণ)রুমমেট যেন জিগাইছিলো, “ফার্স্ট হবি না?” কইছিলাম, “বিন্দুমাত্র ইচ্ছাও নাই।” সে তাচ্ছিল্যের (বানান ভুল আছে খুব সম্ভব) সাথে কইছিলো, “হেহ! মনে মনে ফার্স্ট হওয়ার ইচ্ছা সবারই থাকে…” 🙃 এতো ইচ্ছা থাকলে তো বেঁচেই যেতুম মাইরি। আমার সমস্যাই তো হইলো গিয়ে যে, আই গিভ আ শিট আবাউট অনলি সো মেনি থিংস…

যাই হোক, এই টার্মে আমি সফল হবোই 😎 কেউ থামাতে পারবে না!!!

০০৫৭১৮০২২০১৮