কন্টেন্টে যাও

কিছু রেখা, রঙ কিছু...

১.

গল্পটা আর হলো না তো শেষ
হঠাৎ করে থমকে যেয়ে একা
করতো প্রশ্ন নিজেকেই সে বেশ
পায় না ভেবে গল্প কেন আঁকা

[ পড়ার টেবিল, সকাল ০৯:৫০, নভেম্বর ৫, ২০১৩ ]

২.

তোমায় ঘিরে রেখাগুলো বাকা
গভীর যত্নে সেসব নাকি আঁকা
বিন্দু ঘিরে বৃত্ত ভীষণ নীল
তোমার নাকি বিন্দুর সাথে মিল

[ নিজের বিছানা, রাত ১০:৪৬ , নভেম্বর ৭, ২০১৩ ]

৩.

লালটা নাকি নীল হয়েছে
হলুদ যখন সাদা
আকাশ নাকি কালো এখন
শূন্য স্মৃতির পাতা

[ নিজের বিছানা, বিকাল ০৫:০৩, নভেম্বর ৯, ২০১৩ ]

৪.

পৃথিবীটা যাচ্ছে নীলে ঢেকে
হচ্ছে সাদা কালোর মাঝে গ্রাস
কাগজেতে লাল কিছুটা ফিকে
তোমার আমার একলা বসবাস

[ নিজের বিছানা, রাত ১১:১৫, নভেম্বর ১১, ২০১৩ ]

৫.

নীলটা মুছে আকাশটাকে
কালো দিয়ে ঢেকে
রূপালী ঐ চাঁদের আলো
যাচ্ছে তোমায় ডেকে

[ নিজের বিছানা, রাত ১১:২৪, নভেম্বর ১১, ২০১৩ ]

৬.

বললে রাখি ধরে
লাল আকাশের লালচে আভা
হাত দু'টোতে ভরে
রইলে চেয়ে ফসকে গেলো চলে

[ ড্রয়িং রুম, রাত ১০:০১, নভেম্বর ১৪, ২০১৩ ]