কন্টেন্টে যাও

মিথ্যে করে

জন্মেছি বড় ভুল এক পৃথিবীতে আমি। এখানে
অমাবশ্যার মতো ঘোর আঁধার মানুষগুলোর বুকে –
আলোর ঠিক উল্টোপাশে একা ওরা দাঁড়িয়ে থাকে –
মিথ্যে হাসে, মিথ্যে কাঁদে, মিথ্যে করে আকাশ পানে
একলা ওরা চেয়ে থাকে; মিথ্যে করে তাকায় ওরা,
মিথ্যে করে কথার মাঝে হাসি মেশায় বিষাদ জোড়া।

( অক্টোবর ৩১, ২০১৩ )