কন্টেন্টে যাও

মহাসড়কগুলো

মহাসড়কগুলো ঘুমায় না,
কিছু কিছু পদচিহ্ন বুকে নিয়ে
কত না সহস্র বছর ধরে জেগে রয়।
আর মহাসড়কগুলো ঘুমায় না,
পথিকের সেই পদচিহ্ন আঁকড়ে ধরে
আবার কিছু পদচারণ অনুভবের আশায়।
তাই মহাসড়কগুলো ঘুমায় না,
গাড়ির চাকায় প্রতিনিয়ত পিষ্ট হয়ে
কত না ঘুম চোখে নিয়ে রয় অপেক্ষায়।

( মার্চ ২৫, ২০১৪ )