নরকের কীট
কেন আবার আশা কর
তোমাকে কেউ বিশ্বাস করবে?
নাকি এখনও মনে কর
ঐ মায়াজালে আবার কেউ পড়বে?
তুমি নরকের কীট।
কাঁদো এখন একা বসে,
কেউ এসে অশ্রু মুছে দিবে না।
আমি বাঁচব আমার জন্য,
তোমার মতো হীনের জন্য না।
( জানুয়ারি ১৩, ২০১২ )
মুনিফ তানজিম
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?
কেন আবার আশা কর
তোমাকে কেউ বিশ্বাস করবে?
নাকি এখনও মনে কর
ঐ মায়াজালে আবার কেউ পড়বে?
তুমি নরকের কীট।
কাঁদো এখন একা বসে,
কেউ এসে অশ্রু মুছে দিবে না।
আমি বাঁচব আমার জন্য,
তোমার মতো হীনের জন্য না।
( জানুয়ারি ১৩, ২০১২ )