কন্টেন্টে যাও

অন্য জীবন...

হয়তো আরো একটা জীবন থাকতে পারতো;
এ জীবনের সলজ্জ সাধগুলো ও জীবনে মিটতো।

হয়তো লজ্জা ভুলে হঠাৎ-ই তোমার হাতটা ধরে ফেলতাম,
আঙুলের ফাঁকে আঙুলগুলো খেলায় মেতে উঠতো।

হয়তো তোমার ঘন চুলের গন্ধে মাতাল হয়ে শুয়ে পড়তাম,
তোমারই কোলে মাথা রেখে, তোমার আঙুল আলতো
নিরুদ্দেশভাবে ঘুরে বেড়াতো আমার রুক্ষ চুলে।

হয়তো ছাদের রেলিংয়ে পাশাপাশি বসে আকাশ দেখতাম,
আকাশ দেখতো আমাদের, মেঘেদের ডেকে দেখাতো;
হারিয়ে ফেলার ভয় বলে থাকতো না কোনকিছু।

হয়তো একাকী জলের ধারে বসতাম, কারণ ছাড়া হাসতাম,
ছন্দ ছাড়াই এমনি ভালোবাসতাম, জলে ছায়া পড়তো।

হয়তো ঘুমের ঘোরে হাত বাড়িয়ে তোমাকে ছুঁতে পারতাম,
কিংবা ছটফটে চড়ুইয়ের ডাকে আমাদের ঘুম ভাঙতো,
বিষণ্ণ টি-ব্যাগগুলো হতো তোমার মায়ায় মাখা।

বৃষ্টি দেখে তোমায় আমি ডাকতাম, আসবে তুমি জানতাম,
হয়তো অভিমান সব আকাশ ভেঙে বৃষ্টি হয়ে ঝরতো।

হয়তো আরো একটা জীবন থাকতে পারতো;
এ জীবনের সলজ্জ সাধগুলো ও জীবনে মিটতো।

( জুন ৮, ২০১৪ )