কন্টেন্টে যাও

চিলেকোঠা অবান্তর

চিলেকোঠার দরজায় শ্যাওলা জমে গেছে
দরজাটাকে একসময় ঘুণ পোকায় খেতো
ঘুণ পোকারা আজ পালিয়েছে
রয়ে গেছে শুধু সুরঙ্গ তাদের
স্যাঁতসেঁতে দরজায় পঁচ' ধরেছে
বিচ্ছিরিভাবে দুর্বল হয়ে গেছে কব্জাদু'টো
চিলেকোঠার চাল ছেয়ে মরিচা পড়ে গেছে

চিলেকোঠার কার্নিশে আজ একলা বসেছে
কর্কশ ক্লান্ত শ্রান্ত বিরক্ত নিঃশেষিত কাক
সঙ্গীটি হারিয়েছে সেই কবেই তার
কার্নিশের কোণে বোলতারা বেঁধেছে চাক
চিলেকোঠার মেঝে বড্ড পিচ্ছিল হয়ে গেছে

চিলেকোঠার মেঝে হবে রোদে পুড়ে খাঁক
চিলেকোঠার গাঁথুনি আজ নড়বড়ে
চিলেকোঠার নির্জনতায় বড্ড একা কাক

চিলেকোঠা' সব আঁখড়া অবান্তরের

( জুন ১২, ২০১৪ )