অণুকাব্য #৩৪
তুমি ছিলে অদেখা রঙ, লুকোচুরির খেলা;
তোমার চোখের চাহনিতে ধ্রুবক অবহেলা।
কেন তোমার চোখের মাঝে ধ্রুবক অবহেলা?
[ রাত ১১:৫৩, জানুয়ারি ৮, ২০১৫ ]
মুনিফ তানজিম
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?
তুমি ছিলে অদেখা রঙ, লুকোচুরির খেলা;
তোমার চোখের চাহনিতে ধ্রুবক অবহেলা।
কেন তোমার চোখের মাঝে ধ্রুবক অবহেলা?
[ রাত ১১:৫৩, জানুয়ারি ৮, ২০১৫ ]