কন্টেন্টে যাও

সেদিন সেখানে সময় থাকবে

সেদিন সেখানে সময় থাকবে,
সময়ের স্রোত ক্ষণিকের জন্য
স্তব্ধ হয়ে সেদিন দাঁড়াবে।

সেদিন সেখানে সময় থাকবে,
তোমার আমার সাথে দাঁড়িয়ে
সময় সেদিন হিসেব মিলাবে।

সেদিন সেখানে সময় থাকবে,
খাতার সাদা পৃষ্ঠা ভরে
সময় সেদিন অংক কষবে।

সেদিন সেখানে সময় থাকবে,
চিত্রকরের মতোন সেদিন
সময় তোমাকে নীলে আঁকবে।

সেদিন সেখানে সময় থাকবে,
বাতাসের কিছু শব্দের মতো
স্মৃতির কিছু কথা ভাসবে।

সেদিন সেখানে সময় থাকবে,
নক্ষত্রের রাতের আলোয়
আমার সেদিন ছায়া পড়বে।

সেদিন সেখানে সময় থাকবে,
থাকবে না কেউ আর সেখানে,
সেদিন সময় শুধুই হাসবে।

( অগাস্ট ২৭, ২০১৩ )