কন্টেন্টে যাও

তবুও...

ভোরের ঘাসে জমে থাকা কোন শিশিরবিন্দু
আমায় কোনদিন কাছে ডাকেনি।
শরতের আকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘ
কখনও আমায় বলেনি, তাকাও।
বর্ষা রাতের জোৎস্না ভেজা ঝুমঝুম বৃষ্টি
কোনকালে বলেনি আমায়, এসো।
প্রচণ্ড লু হাওয়ার মাঝে হঠাৎ শীতল প্রবাহ
আমায় ছুঁয়ে যায়নি কোন জন্মে।

তবুও…

শিশিরবিন্দু জমা ঘাসের কাছে বসে আমার
ভোরবেলা সকাল হয়।
শরতের শুভ্র মেঘের দিকে তাকিয়ে আমি
গোটা বিকেলটা পার করি।
জোৎস্না ভেজা ঝুম বৃষ্টিতে ভিজে আমার
রাতগুলো কেটে যায়।
জনম জনম ধরে আমি অপেক্ষা করে যাই
শীতল কোন স্পর্শের।

( অগাস্ট ২৩, ২০১৩)