টিচার হওয়ার প্ল্যান আছে?
অপরিচিত বা আধপরিচিত কেউ যখন জিজ্ঞেস করে আমার টিচার হওয়ার প্ল্যান আছে কি না, ব্যাপারটা কিঞ্চিত হাস্যকর।
আমার সিনিয়র, জুনিয়র, ব্যাচমেটদের অনেকেরই ভার্সিটির টিচার হওয়ার ইচ্ছা আছে। জিজ্ঞেস করলে অনেকে স্বীকার করে যে আছে। আবার অনেকে আছে, কোন এক রহস্যময় কারণে বলে, “ধুর মিয়া, নাই…”, তারপর চিপায় গিয়া মুখ লুকায়ে “ইহিহিহি” কইরা হাসে। আমার নাই। কেউ জিজ্ঞেস করলে আমি উত্তর না দিয়া তার দিকে তাকায়ে “এহেহেহে” কইরা হাসি।
কোন এক উদ্ভট কারনে এই হাসি মাঝেমধ্যেই হাসা লাগে। ব্যাপারটা কিঞ্চিত হাস্যকর। হাস্যকর তার একটা কারণ হইলো, ভার্সিটির টিচার হওয়ার জন্য ধুমধারাক্কা-মার্কা রেজাল্ট লাগে, যেইটা আমার দ্বারা বাগানো সম্ভব না। ধুমধারাক্কা-মার্কা রেজাল্ট করার উপায় দুইটা।
এক. কোনকিছু না বুইঝা তোতাপাখির মত সবকিছু মুখস্ত কইরা যাওয়া। আমার মুখস্তশক্তি বাজেরকম দুর্বল।
দুই. প্রডিজি টাইপের কিছু হওয়া। বুঝায় দেয়ার মত কেউ না থাকার পরও সবকিছু বুইঝা নেয়া লাগবে। যা বলতেছিলাম আর কি, সম্ভব না।
হাস্যকর হওয়ার আরো কারণ আছে অবশ্যি। বেশ কিছু জিনিস আমার বোধগম্য হয় না। এই যেমন:
কেউ টিচার হবে কাদের পড়াইতে?
-
একদল পোলাপাইন যারা অন্য কোন ডিপার্টমেন্টে চান্স পায় নাই দেইখা বাধ্য হইয়া এই ডিপার্টমেন্টে পড়তেছে, তাদের?
-
নাকি একদল পোলাপাইন যারা এই ডিপার্টমেন্টে পড়া খুউল ভাইবা এই ডিপার্টমেন্টে ভর্তি হইছে, যাদের ভর্তি হওয়ার আগে বিন্দুমাত্র ধারণাও ছিলো না এই ডিপার্টমেন্টে কি পড়ানো হয়, তাদের?
-
যারা শুধুমাত্র বাবা-মা ইঞ্জিনিয়ার পোলা-মাইয়া চায় তাই নিজের ইচ্ছা বিসর্জন দিয়া যারা এইখানে ভর্তি হইছে, যাদের মন পইড়া আছে আঁকা-আঁকি করায়, নাচ-গান করায়, তাদের?
-
নাকি কিছু পোলাপাইন যাদের একমাত্র উদ্দেশ্য ভালো রেজাল্ট করা, কিছু শিখলো কি বা শিখলো সেইটা নিয়া মাথাব্যথা নাই, তাদের?
-
নাকি “পড়তে হয় তাই পড়তেছি”-ওয়ালাদের?
-
নাকি একদল পোলাপাইন যাদের কোনকিছু নিয়াই মাথাব্যথা নাই, তাদের?
ধুর, পোলাপাইনের ক্যাটেগরির শেষ নাই। এতো ক্যাটেগরি লেখারও মানে নাই। অনেক ক্যাটেগরি লিখতে আবার মানাও আছে। কি বলতে চাইতেছি এম্নিতেই বোঝা গেছে। এদের পড়ানোর লাইগা টিচার হওয়ার কোন মানে দেখি না আমি, তাই আমার ইচ্ছা নাই টিচার হওয়ার। যাদের ইচ্ছা আছে, তারা নিশ্চয়ই দেখে।
তাছাড়া এমনও তো না যে কারো ইচ্ছা থাকলেই হইয়া গেলো। যতদিন ভার্সিটির টিচার হওয়ার জন্য ধুমধারাক্কা-মার্কা রেজাল্ট আবশ্যক থাকতেছে, ততদিনে আমি কোন আশার আলো দেখতেছি না…
সবকিছু ব্ল্যাকহোলের মত চক্রাকারে ঘুরতেছে… ঘুরছে… ঘুরবে… :3
রাত ০২:৫৮,
৯ নভেম্বর, ২০১৭
০২৫৮০৯১১২০১৭