কন্টেন্টে যাও

তুমি নরকের কীট

থাকুক না ঐ দু'চোখ ভরা মায়া,
তুমি নরকের কীট, জানি আমি
ঐ দু'টোতে শুধু মিথ্যারই ছায়া।
তোমার ঐ খুলির নিচে শুয়োপোকা
উর্বর মস্তিষ্ক মাঝে সুরঙ্গ খুঁড়ে খাচ্ছে,
তুমি নাকি নাচছো! ভাবছো নাকি
সবকিছু তোমার ইচ্ছা মতোই হচ্ছে।
তোমার ঐ ঠোঁট, মিথ্যা বলার সঙ্গী,
পঁচবে, পঁচে পড়বে খসে, নর্দমাতে,
জেনেছ কি কখনো কষ্টটার রঙ কি?
তুমি নরকের কীট, তুমি জঘন্য,
তুমি থাকো ব্যস্ত মিথ্যার জাল বোনায়,
তোমার জন্য শুধুই ঘৃণা, ধ্বংস হও,
তোমায় আর ধরি না আমি গোনায়।

( এপ্রিল ২০, ২০১৩ )