কন্টেন্টে যাও

০০০০২০১২২০১৭

নিজেরে জানা খুবই জরুরী। আমি মাঝেমধ্যে “আমাকে কেউ সিরিয়াসলি নেয় না” বইলা দুই-একটা লাফ দেই। যাদের সামনে লাফ দেই তারা খুব ভালোভাবেই জানে যে আমি জোক করতেছি। আমার বেশিরভাগ কথাবার্তা যাতে কেউ সিরিয়াসলি না নেয়, সেই পরিস্থিতিও আমারই ক্রিয়েট করা। কারণ, আমার কোন ইচ্ছা নাই যে সবাই আমার কথা সিরিয়াস বইলা মনে করুক। আমি এমন কেউ হইয়া যাই নাই যে আমার সব কথা সিরিয়াসলি নেয়া লাগবে।

কদাচিৎ যে দু'একটা সিরিয়াস কথা বলি, “যাদের” বলি তারা বুঝে। আলাদা কইরা বইলা দেয়া লাগে না যে এইটা সিরিয়াস কথা। তারা আমারে জানে। আমি আমারে জানি।

নিজেরে জানা খুবই জরুরী। আমারে কেউ সিরিয়াসলি নেয় না এইটা যে আমার তৈরি করা পরিস্থিতি এইডা আমি জানি। এইডা নিয়া আমার কোন আফসোস হয় না। নিজেরে জানা খুবই জরুরী।

০০০০২০১২২০১৭