কন্টেন্টে যাও

ইয়াই এলসকাহ দাই

  1. :
    ইয়াই এলসকাহ দাই।
  2. :
    কি বললি?
  3. :
    এলসকাহ দাই।
  4. :
    তোর মাথায় কি প্রবলেম দিন দিন বাড়তেসে?
  5. :
    কেন? কি হইসে?
  6. :
    কি বলতেছিস তুই?
  7. :
    ইয়াই এলসকাহ দাই।
  8. :
    আর একবার যদি এই দাই ফাই শুনি ঘুষায়ে তোর নাক ভিতরে ঢুকায় দিবো। আমার সাথে মানুষের ভাষায় কথা বলবি।
  9. :
    মানুষের ভাষা শিখায়ে দে।
  10. :
    তুই কয় তালার ছাদে দাঁড়ায় আছিস বল তো।
  11. :
    তোদের বাসা তো তিন তলায়। তারপর লিফট দিয়ে উঠে চলে আসছি। কয় তলা তা তো খেয়াল করি নাই।
  12. :
    তোকে এখন আমি ছাদ থেকে সোজা নিচে ফালায় দিবো। কয় তলা গুনতে গুনতে মাটিতে পড়বি। ফাজলামির জায়গা পাস না? লিফটের বাটন কি তোর প্রেমিকা টিপে দিসিলো? এখন তোর এইসব আজাইরা ফাজলামি বন্ধ কর নাইলে সত্যি সত্যি কিন্তু তোকে ফালায় দিবো!
  13. :
    আচ্ছা যাহ, অফ গেলাম। তুই এতো সিরিয়াস মুডে আছিস কেন? ব্যাপার কি?
  14. :
    কালকে ভ্যালেন্টাইনস ডে।
  15. :
    তো?
  16. :
    শিহাব খুব সম্ভবত প্রোপোজ করবে আমাকে। শীলা জানালো। ও বলে কিভাবে… ঐইইই! তুই আমার কথা শুনছিস?! হা করে আকাশের দিকে তাকায় আছিস কেন?! হাওয়া গিলছিস?!
  17. :
    আরে নাহ। চিল্লাস কেন? পেট ভরা এখন। আমি ভাবছিলাম, লিফটে তো তোর সাথেই উঠলাম। লিফটের বাটনও তো আমি টিপি নাই। তাইলে…
  18. :
    তাইলে? সমস্যা কই? তুই টিপিস নাই, আমি টিপসি। আমি মরতেসি টেনশনে আর তুই হারামী লিফটের বাটন নিয়ে গবেষণা করতেছিস! মইরা যাস না কেন রে তুই?!
  19. :
    আচ্ছা যাহ, কোন সমস্যা নাই। তুই যেন কি বলছিলি? বলতে থাক, শুনছি।
  20. :
    তোকে বলা আর একটা তালগাছকে বলা একই ব্যাপার। বলা লাগবে না। বাদ দে।
  21. :
    বাদ দেয়া-দেয়ি নাই। শিহাবকে নিয়ে যেন কি বলছিলি? প্রোপোজ করবে তোকে? করুক, না করে দিবি, সমস্যা কোথায়? টেনশন কিসের?
  22. :
    ওমা! না করবো কেন? আমি তো টেনশন করতেছি শীলার কথা যদি ভুল হয় তাহলে কি হবে তাই ভেবে।
  23. :
    মানে কি?! তুই একপায়ে খাঁড়া? হ্যাঁ করে দিবি?
  24. :
    প্রোপোজ করলে তো হ্যাঁ করার প্রশ্ন আসে। যদি না করে?
  25. :
    হুম, আচ্ছা!
  26. :
    কি হুম-আচ্ছা?
  27. :
    চিন্তার বিষয়। তোদের বাসায় কি প্যারাশ্যুট আছে নাকি?
  28. :
    তোর জন্য আসলেই পাবনা সিট বুকিং দেয়া লাগবে রে। আসলেই তোর মাথায় প্রবলেম আছে। প্যারাশ্যুটের কথা আসলো কই থেকে?!
  29. :
    এইটা কয় তলার ছাদ রে? পাঁচ?
  30. :
    ছয়। কেন? প্যারাশ্যুট নিয়ে ঝাঁপ দিবি? উড়াউড়ি করার শখ হইসে?
  31. :
    হাসি থামা। প্যারাশ্যুট থাকলে দৌড় দিয়ে নিয়ে আয়। কুইক মার্চ…
  32. :
    ঐ! রেলিংয়ে উঠতেছিস কেন?! পা নামা! পা ফসকায় নিচে পড়ে গেলে ভর্তা হয়ে যাবি।
  33. :
    প্যারাশ্যুট নাই তাইলে?
  34. :
    আরে! পাগল নাকি!! নাম বলছি!!! নাম…
  35. :

( ফেব্রুয়ারি ১৪, ২০১৪ )