ও...
-
:আচ্ছা, এখন হাস্যকর কিছু প্রশ্ন করা যাক।
-
:হাস্যকর?
-
:হুম, হাস্যকর। করবো?
-
:করতে পারো।
-
:তুমি কি কখনো প্রেমে পড়েছো?
-
:তুমি আক্ষরিক অর্থেই হাস্যকর বুঝিয়েছ দেখছি।
-
:সেরকমই মনে হচ্ছে।
-
:তুমি আমাকে জানো, বেশ লম্বা সময় ধরেই।
-
:সেজন্যেই হাস্যকর শব্দটা ব্যবহার করেছি।
-
:তাহলে তুমি উত্তরটাও জানো।
-
:সেটা অপ্রাসঙ্গিক।
-
:প্রাসঙ্গিকের সংজ্ঞা দাও।
-
:এড়িয়ে যাওয়ার চেষ্টা না করা।
-
:হুম, যেটা তুমি করো।
-
:যথেষ্ট ভালো করি না।
-
:তাই নাকি?
-
:সেটাই তো দেখতে পারছি।
-
:মানে?
-
:তুমি এখনো উত্তর দাও নি।
-
:কোন উত্তরটা চাও?
-
:হুম?
-
:প্রশ্ন করার সময় সবাই একটা নির্দিষ্ট উত্তর আশা করে।
-
:আমি করছি না।
-
:কারণ?
-
:তোমার কি মনে হয়?
-
:তোমার মনে হয় আমি সেটা বলবো?
-
:কেউ জোর করছে না।
-
:কেউ জিজ্ঞেস করছে।
-
:তাতে তোমার কিছু যায় আসে না।
-
:এবার তুমি নীরবতা আশা করতে পারো।
-
:আমি প্রশ্নের উত্তরটা আশা করছিলাম।
-
:আমার মনে হয় তুমি মিথ্যা বলছো।
-
:কি?!
-
:তুমি যেটা আশা করছো বলতে চাচ্ছো না।
-
:নীরবতা আশা করার পালা এবার তোমার।
-
:আচ্ছা?
-
:আমি কিন্তু এটার উত্তর চাচ্ছিলাম না, আগেরটার।
-
:সেটা তোমাকে জিজ্ঞেস করলে উত্তরটা কি হবে?
-
:তুমি অনুমান করতে পারো।
-
:চাচ্ছি না।
-
:জানি।
-
:ও…
-
:তুমি বলেছো উত্তরটা আমি জানি।
-
:বলেছি।
-
:কিন্তু আমি জানি না।
-
:কারণ তুমি জানতে চাও না।
( জানুয়ারি ২৯, ২০১৪ )