অণুকাব্য #২৪
তোমার আমার হয় নি সেদিন দেখা,
দু'জনই ছিলাম, মাঝখানে সেই রেখা;
ডাকলো না কেউ, বাড়ালো না হাত,
শূন্য ছাদে বসে ছিলো বড্ড একা রাত।
[ সকাল ১১:৩৫, মে ৪, ২০১৪ ]
মুনিফ তানজিম
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?
তোমার আমার হয় নি সেদিন দেখা,
দু'জনই ছিলাম, মাঝখানে সেই রেখা;
ডাকলো না কেউ, বাড়ালো না হাত,
শূন্য ছাদে বসে ছিলো বড্ড একা রাত।
[ সকাল ১১:৩৫, মে ৪, ২০১৪ ]