পূর্ণিমাটা তোমার
কয়েক সহস্র বছর পরে, এমনই কোন রাতে –
তোমাকে ছুঁয়ে দেবার নেশায়, আমি একবার
মেঘে ভেজা শীতল বাতাস হয়ে বয়ে যাব।
ক্ষমাহীন তুমি, সেদিন হয়তো – ভরা পূর্ণিমার
মধ্যরাতে – রূপালী জোৎস্না হয়ে আমাকে
একবার স্পর্শ করে যাবে; হোক না মায়াতে…
আমাকে খুঁজে পাবে না কেউ, পাবে না
তোমাকেও; গভীর অভিমান আর বিষাদে
ততদিনে আমরা পৃথিবীর বুকে বিলীন।
( সেপ্টেম্বর ১৯, ২০১৩ )